চন্দ্রযান ৩ সফল হতেই এবার পরবর্তী লক্ষ্যের দিকে তাকিয়ে কোমর বাঁধছে ভারত। চন্দ্রযান ৪ এর জন্য ইতিমধ্যে পরিকল্পনা ও প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এবার আর একা নয়। চন্দ্রযান ৪ এ জাপানের সঙ্গে জোট বেঁধে চাঁদে যাবে ইসরো।
জানা গিয়েছে এনিয়ে ইতিমধ্যে জাপানের এরোস্পেস এজেন্সির সঙ্গে চুক্তি হয়েছে। ওই অভিযানের নাম দেওয়া হয়েছে লুপেক্স। মূলত মেরুকেন্দ্রিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চালানো হবে চতুর্থ চন্দ্রাভিযানে।
গত কয়েকবছরে চাঁদের উপর একাধিক গবেষণা করা হয়েছে। উন্নতমানের টেলিস্কোপ এবং নানাবিধ ক্যামেরার মাধ্যমে সেখানে জলের অস্তিত্ব সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সেই বিষয়েই যাবতীয় ধারণা দেবে লুপেক্স। যদিও এই অভিযান কবে হবে, কোথা থেকে উৎক্ষেপন হবে এসব কোনও তথ্যই এখনও পাওয়া যায়নি।
এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, চন্দ্রযান ৪ সফল হলে ভারত ও জাপানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে।