প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ডে আয়করহানার জেরে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই খাস কলকাতায় আয়কর দফতরের তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই ঢাকুরিয়ায় এক প্রাক্তন আইএফএ কর্তার বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছেছেন আয়কর দফতরের আধিকারিকরা। তবে, প্রতিবেশী দুই রাজ্যের মদ কাণ্ডের জেরেই এই তল্লাশি অভিযান কি না তা এখনও জানা যায়নি।
গত বুধবার থেকে দুই রাজ্যে আয়কর হানা শুরু হয়েছে। ওড়িশার একটি মদ কারখানা থেকে ৩০০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। এখনও চলছে আয়কর দফতরের তল্লাশি। এখনও পর্যন্ত মোট ৩৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে।