দেশের দশ সেরা স্কুলের তালিকায় জায়গা করে নিল যাদবপুর বিদ্যাপীঠ (Jadavpur Vidyapith)। রাজ্যের এই একটিমাত্র স্কুলই কেন্দ্রীয় সরকারের প্রকাশিত এই তালিকায় সেরা স্কুলের প্রথম দশে জায়গা করে নিয়েছে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির দুটি স্কুল, তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। এর আগে বহুবার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মর্যাদা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবার যাদবপুর বিদ্যাপীঠের মুকুটেও জুড়ে গেল নয়া পালক।
কেন্দ্রীয় সরকারের তরফে প্রতি বছরই দেশের সরকারি স্কুলগুলির বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে সেরা নির্বাচন করা হয়। প্রথম স্থানে রয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়, দ্বিতীয় স্থানে যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়, তৃতীয় স্থানে রয়েছে কেরলের কোঝিকোড়ের জিভিএইচএসএস স্কুল। পঞ্চম স্থানে রয়েছে মুম্বইয়ের একটি বিদ্যালয় এবং ষষ্ঠ স্থানে যাদবপুর বিদ্যাপীঠ। সপ্তম এবং অষ্টম স্থান ধারাবাহিকভাবে ধরে রেখেছে চণ্ডীগড়ের দুটি স্কুল।
কেন্দ্রের এই তালিকা প্রকাশ্যে আসার পরেই টুইট বার্তায় সকলকে অভিনন্দন জানান দিল্লির মিখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের ১০ টি সেরা স্কুলের মধ্যে ৫টিই দিল্লির। এই অসাধারন সাফল্যের জন্য শিক্ষাবিভাগকে অভিনন্দন জানিয়ে কেজরি লেখেন, “আমার শিক্ষাদফতরকে নিয়ে গর্ব হয়।”