Haridevpur Murder Update : মদ খেয়ে বান্ধবীর বাড়িতে অয়ন, ইঁট জাতীয় ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত, দাবি তদন্ত

Updated : Oct 15, 2022 11:52
|
Editorji News Desk

হরিদেবপুরের ঘটনায় নয়া মোড়। দিদির সম্মান রাখতেই ইট দিয়ে মৃত অয়ন মণ্ডলের মাথায় আঘাত করেছিল বান্ধবীর নাবালক ভাই। শনিবার প্রাথমিক তদন্তে এমনটাই দাবি করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে মদ খেয়ে বান্ধবীর বাড়িতে গিয়েছিল পেশা ক্য়াব বাইক চালক বছর ছাব্বিশের অয়ন মণ্ডল। তদন্তকারীদের দাবি, রমাকান্তপুরের বাড়িতে বান্ধবীকে না পেয়ে ক্ষেপে যান অয়ন। শুরু হয় বান্ধবীর বাড়ির লোকেদের সঙ্গে বচসা। এরপর বান্ধবী ফিরলে তাকেও মারধর করে বলে অভিযোগ। সেইসময় পিছন থেকে অয়নের মাথায় ইঁট দিয়ে আঘাত করে ওই নাবালক। 

পুলিশের দাবি, বাড়ির একটি ঘরে বান্ধবীর সঙ্গে হাতাহাতি হয় অয়নের। প্রথমে অয়নকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় তাঁর মাথায় ইঁট জাতীয় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলে আসেন বান্ধবীর বাবা দীপক জানা। মূলত তাঁর নির্দেশেই দেহ হরিদেবপুর থেকে মগরাহাটে পাঠানো হয়। ওই রাতে একটি গাড়িতে দেহ পাচার করা হয়। মৃতদেহ বুঝতে পারায় প্রথমে নিয়ে যেতে অস্বীকার করেছিলেন গাড়ির চালক। তারপর তাঁকেও টাকার লোভ দেখানো হয়। 

শুক্রবারই এই ঘটনায় অয়নের বান্ধবী, তার মা ও নাবালক ভাইকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার করা হয়েছে বান্ধবীর বাবা, গাড়ির চালক এবং ভাইয়ের এক বন্ধুকে। এরমধ্যে অয়নের এক বন্ধুর দাবি, ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা ঘটতে পারে। কারণ, বান্ধবীর মায়ের সঙ্গেও নাকি অয়নের সম্পর্ক ছিল।  

Ayan MondalHaridebpur NewsMurder

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট