আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তাররা ৯ দিন ধর্মতলায় আমরণ অনশন করছেন। এবার সংহতি জানিয়ে দেশজুড়ে প্রতীকী অনশনে নামছেন জুনিয়র চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সূত্রে খবর, আগামী মঙ্গলবার ১২ ঘণ্টা অনশন করবেন দেশের সব মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। রবিবার আইএমএ- সদর কার্যালয় থেকে আঞ্চলিক শাখাগুলিতে এখবর জানানো হয়েছে। সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালেও অনশন হবে।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। জুনিয়রদের সমর্থনে সিনিয়র চিকিৎসকরা আন্দোলনে শামিল হয়েছেন। হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত ১০ দফা দাবি নিয়ে সরকার যাতে নজর দেয়, তাই তাঁরাও আন্দোলনকে সমর্থন করেছেন। অনশনরত ছাত্রদের অনশনমঞ্চে গত শুক্রবার দেখা করতে আসেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকন। তিনি আন্দোলনকে সমর্থন করেও অনশন প্রত্যাহার করার আবেদন করেন। ইতিমধ্যেই তিন জন পড়ুয়া চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। আইএমএ সভাপতি আবেদন করেন, জীবন সবার আগে।
শনিবার IMA-এর বাংলা সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনকে সমর্থন করা হয়। রবিবার তাঁদের সর্বভারতীয় সংগঠনের পক্ষ থেকে প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়। এই কঠিন লড়াইয়ে দেশজুড়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অনশন করবেন তাঁরা। আগেই সোম ও মঙ্গলবার রাজ্যের ৩০টির বেশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালনের ঘোষণা করেন। যদিও জরুরি পরিষেবা চালু থাকবে। এবার IMA-এর জুনিয়র চিকিৎসকরা প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন।