RG কর কাণ্ডের প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে মানব বন্ধন কর্মসূচি করে প্রতিবাদে সামিল হলেন সাধারণ মানুষ। EM বাইপাসের উপর মনি স্কয়্যার থেকে শুরু করে পাটুলি পর্যন্ত মানব বন্ধন করেন তাঁরা। তাঁদের মধ্যে কয়েকজনের হাতে ছিল জাতীয় পতাকা এবং পোস্টার।
এদিকে সাধারণ মানুষের পাশাপাশি বাইপাস সংলগ্ন বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেখানে অংশগ্রহণ করেন। এছাড়াও সরকারির হাসপাতালের চিকিৎসকরা অংশ নেন সেখানে। যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাস্তায় মানব বন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সেই কারণে সাধারণ যাত্রীদের যাতে সমস্যা না হয় সেকারণে রাস্তার একদম দুই ধার বরাবর এই কর্মসূচি পালন করা হয়।
এদিকে জুনিয়র ডাক্তাররা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁদের স্মারকলিপি জমা দেন। সেখানে আন্দোলনকারীরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন।
এদিকে স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে এসে জুনিয়ার ডাক্তারদের মঞ্চের আহ্বায়ক অনিকেত মাহাতো জানান, বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে অবস্থান বিক্ষোভ চলছিল তা তুলে নিচ্ছেন আন্দোলনকারীরা। তবে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছিল তা চালিয়ে যাবেন তাঁরা।
অন্যদিকে বামেদের মিছিল ঘিরেও উত্তেজনা তৈরি হয় শ্যামবাজারে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বাম কর্মী সমর্থকরা। তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।