বেপরোয়া টোটো চালানো নিয়ে বচসা। প্রতিবাদ করায় বৃদ্ধকে খুনের অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে মৃত অবোধকিশোর ওঝা স্থানীয় মন্দিরের পুরোহিত। বয়স ৫৭।
শনিবার ঘটনাটি ঘটেছে বি গার্ডেন থানার ভড়পাড়া এলাকায়। শনিবার সকালে তিনি যখন মন্দিরে পুজো করতে যাচ্ছিলেন, তাঁকে একা পেয়ে টোটো চালক মিলন থাপা ও তার দলবল বেধড়ক মারধর করেন। মাথায় গুরুতর চোট নিয়ে তাঁকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা ও চায়ের দোকানের মালিক সানি যাদবের সঙ্গে বচসা হয় টোটো চালক মিলন থাপার। তাঁকে বাঁচাতেই ছুটে আসেন পুরোহিত অবোধকিশোর। সেই রাগ থেকেই শনিবার সকালে পুরোহিতের উপর হামলা করা হয় বলে অভিযোগ।