২০ বছর আগে প্রেম কেমন ছিল ? স্কুল বা কলেজে হঠাৎ দেখা, কিংবা কোচিং ক্লাসে পড়ার ফাঁকে চোখে চোখে প্রেম, পাড়ার মোড়ে আড্ডা দিতে দিতে বা পুজোর প্যান্ডেলে সেই ভাললাগার অনুভূতি...আর নিউ জেনারেশনের প্রেম কেমন ? মুঠোফোনে বন্দী ? সমীক্ষা বলছে গত কয়েক বছরে ডেটিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই বেড়েছে । Tinder, Bumble, OKCupid-এর মতো ডেটিং অ্যাপের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে । ভালবাসার মানুষ ভালবাসার মানুষ খুঁজে পেতে নাকি সেদিকেই ঝুঁকছে তরুণ প্রজন্ম,লভ অ্যাট ফার্স্ট সাইট-এর ধারণাও কি বদলে দিচ্ছে ডেটিং অ্যাপগুলি, মেসেজ জুড়ে দিচ্ছে মনের তার ? সত্যিই কি তাই ? কী বলছে তরুণ প্রজন্ম ?
দেবাঙ্গন, সৃজার মতো কলেজ, ইউনিভার্সিটিতে পড়া তরুণ প্রজন্মের কাছে ডেটিং অ্যাপ কার্যকর নয় । কেউ ডেটিং অ্যাপ ব্যবহারই করেন না । তাঁদের কথায়, সামনে দেখে প্রেমে যা ব্যাপার রয়েছে, তা ডেটিং অ্যাপে নেই ।
ফেসবুক বা ইনস্টাগ্রাম তো ঠিক আর ডেটিং অ্যাপ নয় । কিন্তু, দেখা গিয়েছে, ফেসবুকের প্রেমে এত জোড় যে সুদূর বিদেশ থেকে ভারতে ছুটে এসেছেন প্রেমিক-প্রেমিকারা । এমন উদাহরণ প্রচুর । এই তো গত বছরই প্রেমের টানে সীমান্ত টপকে পাকিস্তানে পৌঁছে গিয়েছিলেন এক ভারতীয় যুবক । ফেসবুকে পাকিস্তানের এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল উত্তপ্রদেশের ওই যুবকের । প্রেমে পড়েন একে অপরের । আর প্রেমিকার টানে বৈধ নথি ছাড়াই পাকিস্তানে ঢুকে পড়েন । শেষপর্যন্ত কী হল ! অগত্যা হাজতবাস । আবার এমনও হয়েছে, ফেসবুকে প্রোফাইল পিকচারে হ্যান্ডসাম ছেলের ছবি,তা দেখেই আপনি প্রেমে পড়েছেন । কিন্তু, আদবে সেই ছোঁকড়া যে আসলে ৬০ বছরের বৃদ্ধা, ধরতে পারবেন না । গত বছরই এমন ঘটনা ঘটে নদিয়ায় । সামনাসামনি বুড়ো প্রেমিককে দেখে তো শেষপর্যন্ত অজ্ঞান হয়ে গিয়েছিল ওই তরুণী ।
তবে ফেসবুকে গড়ে ওঠা এমন অনেক ভালবাসা পূর্ণতা পেয়েছে ঠিকই । কিন্তু, এমনও দেখা গিয়েছে ফেসবুকের ক্ষণিকের আলাপ যে কখন প্রতারণার বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, কত যে বড় বড় ক্রাইম হয়েছে, ধর্ষণ, খুন...খবরে যাঁরা চোখ রাখেন, তাঁদের এই বিষয়গুলো অজানা নয় ।
তবে ফেসবুক, ইনস্টায় লাইফ পার্টনার খোঁজার বিষয়ে কী বলছে তরুণ প্রজন্ম ?
কেউ বলছেন ফেসবুক ইনস্টায় সবই ফেক । আবার অনেকে আবার ফেসবুকেই খুঁজে পেয়েছেন মনের মানুষ ।