কেউ বলছেন, মিনি ব্যাঙ্ক, কেউ বলছেন যকের ধন। ১৪০০ বর্গফুট এলাকায় বেলঘরিয়ার ক্লাবটাউন আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট। যেখান থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। কিন্তু কীভাবে এই অপারেশন করা হয়েছিল। সম্পূর্ণ ঘটনা সামনে থেকে দেখেছেন ক্লাব টাউন হাইটস আবাসনের সেক্রেটারি অঙ্কিত চুরুলিয়া। তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি (ED)।
বেলঘরিয়ায় অর্পিতার আবাসনে তালা ভেঙে ঘরে ঢোকে ইডি। এরপর ১৮ ঘণ্টা ইডি অফিসারদের সঙ্গেই ছিলেন অঙ্কিত চুরুলিয়া। সেক্রেটারি অঙ্কিত চুরুলিয়া এক সংবাদমাধ্যমকে জানান, "অভাবনীয় ঘটনা। চোখ বন্ধ করলে শুধু টাকা দেখছি। ভয় লাগছিল। জীবনে কখনও এরকম দেখিনি। দুপুর ১টা ৫ নাগাদ ঢুকেছি। পরের দিন সকাল সাড়ে সাতটায় নেমেছি।"অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার, টাকা গণনা এবং তারপর সেই টাকা ট্রাঙ্কে উদ্ধার করে নিয়ে যাওয়া। সম্পূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন তিনি। শুধু টাকা নয়, সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির একাধিক দলিলিও। বেডরুম ও বাথরুম থেকেও বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইডি। মোট ৭টি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের দফতরে। বেলঘরিয়ায় অর্পিতার আরেকটি ফ্ল্যাটও সিল করে দিয়েছেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুন: মাঝ আকাশে ভেঙে পড়ল মিগ ২১ বিমান, প্রাণ হারালেন বায়ুসেনার ২ পাইলট
এক সপ্তাহের মধ্যে টালিগঞ্জের ফ্ল্যাটে প্রায় ২২ কোটি, বেলঘরিয়ার ফ্ল্যাটে ২৮ কোটি টাকা উদ্ধারের পর রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করছে ইডি। বৃহস্পতিবার চিনার পার্কে তাঁর একটি ফ্ল্যাটে হানা দেয় ইডি। তাঁর নামে যা সম্পত্তি আছে, সব খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।