বসত নেশার আসর। চলত র্যাগিং। এমনকী সিনিয়র ছাত্রদের দাদাগিরি ছিল মাত্রা ছাড়া। আর এসব জেনেও চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় অবশেষে মুখ খুললেন হস্টেল সুপার।
তাঁর দাবি, যাদবপুরে এই ঘটনা নতুন নয়। কিন্তু এমন ঘটনাকে কেন্দ্র করে কোনও ছাত্রের মৃত্যু হবে তা তিনি ভাবতে পারেননি। হস্টেল সুপারের দাবি, একাধিকবার এই ব্যাপারে তিনি মৌখিক ভাবে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ।
আরও পড়ুন : যাদবপুরের পতনের নেপথ্যে 'মুখোশধারীরা', শ্রীলেখা, কমলেশ্বরদের নিশানায় স্বাধীনরা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফৎ খবর, আরও দুজন রয়েছেন পুলিশের নজরে।
পুলিশ সূত্রে খবর, ওই রাতে ১০ জনেরও বেশি সেদিন উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। তবে ওই দুইজনের পরিচয় এখনও সামনে আনা হয়নি। তাঁদের সঙ্গে মৃত্যুর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।