হোম ডেলিভারি হবে ড্রোনের (Drone Delivery) মাধ্যমে। ওষুধ, রেস্টুরেন্টের খাবার, প্যাথলজি ল্যাবের রিপোর্ট সবই পৌঁছে দেবে ড্রোন। খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে শহর কলকাতায় (Kolkata)। ইতিমধ্যেই একটি ড্রোন পরিষেবা প্রদানকারী সংস্থাকে সবুজ সংকেত দিয়েছে কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)।
সম্প্রতি বিষয়টি নিয়ে ট্রায়াল চালানো হয়েছে কলকাতার আকাশে। হাওড়া কদমতলা থেকে সল্টলেকের সেক্টর ফাইভে প্যাথলজি ল্যাবের নমুনা পাঠানো হয়েছে। যা পৌছাতে সময় লেগেছে পনেরো মিনিট। যেখানে কোনও ব্যক্তিকে গাড়ি করে এই পথ পৌঁছেতে সময় লাগবে কমপক্ষে ৪০ মিনিট।
আরও পড়ুন- কলকাতায় টাকা উদ্ধারের ঘটনায় এক হোটেল মালিককে তলব ইডির
ইতিমধ্যেই কলকাতার ৬০ কিলোমিটার এবং হাওড়ার ১২০ কিলোমিটার ড্রোন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফোর্ট উইলিয়াম, নবান্ন চত্বর সহ বেশ কিছু এলাকা বাদ দিয়ে এই দুটি শহরের ১৪ টি রুটে ড্রোন পরিষেবা চালু হবে।