সকাল থেকে রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও, দোলের মজায় বাধ সাধতে পারে বৃষ্টি। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার বিকেল গড়াতেই আবহাওয়া পাল্টে যাবে বলেই মনে করা হচ্ছে।
হাওয়া অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, সোমবার সকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। তবে, বিকেল গড়ালেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। মঙ্গলবারও কলকাতায় দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন - ভোটের আবহে বসন্তের রং, প্রচারে বেরিয়ে দোল খেললেন সায়নী-লাভলি
দোলের দিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সমতল এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক দিনও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।