দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল। সেই লড়াই জারি থাকবে। রবিবার সল্টলেকে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, বাকি কথা মঙ্গলবার হবে। কলকাতা হাই কোর্টে মাস্টারদা সূর্য সেনের মূর্তির নীচে সব কথা বলবেন তিনি।
এদিকে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে দাবি, বারাসতে প্রধানমন্ত্রীর সভাতে রাজনীতিতে যোগ দিতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার লোকসভা ভোটের ১৯৫ জনের তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। উল্লেখযোগ্য ভাবে বাংলার কাঁথিতে প্রার্থী করা হয়েছে শুভেন্দু আধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে।
হঠাৎ করে রাজনৈতিক মহলের প্রশ্ন, তমলুকে বিজেপির প্রার্থী কে ? কানাঘুষো খবর, বারাসতের মঞ্চ থেকে যদি রাজনীতিতে নতুন ইনিংস শুরু করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে তিনি এগিয়ে থাকতে পারেন।