অর্থ দিয়ে যারা স্কুলে চাকরি করছেন, তাঁরা নিজেরাই ইস্তফা দিন। না হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ভবিষ্যতেও কোনও সরকারি চাকরি যাতে না পায়, তারও ব্যবস্থা করবে আদালত। কর্মরত স্কুলশিক্ষক ও অশিক্ষক কর্মীদের উদ্দেশে এমনই হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী ৭ নভেম্বরের মধ্যে তাদের ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, নবম-দশম- স্কুলের নিয়োগে উত্তরপত্রে প্রায় কিছুই না লিখে নম্বর পেয়েছেন চাকরিপ্রার্থীরা। স্কুলে একাধিক পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে ওই চাকরিপ্রার্থীদের। এদিন আদালতে বিচারপতি বলেন, "নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষায় প্রচুর সাদা খাতা জমা দেওয়া হয়েছে। কিছু খাতায় পাঁচ-ছটি প্রশ্নের উত্তর। তারপরও ওই চাকরিপ্রার্থীরা ৫৩ নম্বর পেয়েছেন। গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাতেও একই জিনিস হয়েছে।"
আরও পড়ুন: পুজোয় প্রেসিডেন্সি জেলে এলাহি খাবারের আয়োজন, বহাল তবিয়তে পার্থ-কল্যাণময়-এসপি সিনহারা
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে জানান, সুপারিশ পেয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের সুযোগ দেওয়া হচ্ছে। নিজে থেকে ইস্তফা না দিলে বরখাস্ত করা হবে। আদালত নির্দেশ দেবে, ভবিষ্যতে তারা আর সরকারি চাকরি পাবেন না।