'দুর্নীতি দেখলে চুপ থাকতে পারবেন না।' আইনজীবীদের একাংশের বিক্ষোভ নিয়ে এমনই প্রতিক্রিয়া কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। তিনি জানান, "মাথায় বন্দুক ধরতে পারেন। আমি মরতেও রাজি আছি। কিন্তু দুর্নীতি দেখলে চুপ করে থাকব না।"
সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার রায়দানের পর তাঁর নাম শিরোনামে আসে। তাঁর এজলাস বয়কটের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে কলকাতা হাই কোর্ট। বুধবারও একই দাবিতে বিক্ষোভ করেন তৃণমূল সমর্থিত আইনজীবীরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই নিয়োগ করেন তিনি।
আরও পড়ুন: আইনজীবীদের একাংশের বিক্ষোভ, চরম উত্তেজনা হাইকোর্টে
গত ২দিন ধরে উত্তাল হয়ে ওঠে কলকাতা হাই কোর্ট। কখনও হাতাহাতি, কখনও বিক্ষোভ হয় আইনজীবীদের মধ্যে। এই নিয়ে বুধবার বিরক্তি প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার কোর্টের মধ্যে বিক্ষোভ চলে। তখন বিক্ষোভকারী আইনজীবীদের কাছে সমস্যার কথাও জানতে চান। এরপর শান্তি বজায় রাখার অনুরোধ করেন তিনি।
আইনজীবীদের আরও একটি অংশ আদালতের কাজকর্ম এবং শুনানিতে বিঘ্ন ঘটানোর অভিযোগ তুলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে যান। বিক্ষোভকারী আইনজীবীরাও সেখানে যাওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোর্ট থেকে বেরিয়ে যান।
স্কুল সার্ভিস কমিশনের Group C, Group D এবং নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু তিনি যত বারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, ততবারই সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। তা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন তিনি। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছেও নিজের অবস্থান জানিয়ে হস্তক্ষেপও চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।