রাজ্যে ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। বুধবার সেই মামলার আবেদন গ্রহণ করে কলকাতা হাই কোর্ট।
রাজ্যের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে মামলা করেন আইনজীবী পারমিতা দে। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। শুক্রবার মামলার শুনানি হতে পারে। বুধবার মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন মামলার আবেদনকারী।
গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এবার পুজোয় ক্লাবগুলিকে ৬০ হাজার করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ছাড়ের কথাও ঘোষণা করেন তিনি। বিজেপি সহ বিরোধী দলগুলি এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে।