কলকাতা নয়, এবার দিল্লি থেকে হঠাৎ ভেসে উঠলেন গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্তে দাবি করলেন, তাঁর প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায় নির্দোষ। এই ঘটনায় হৈমন্তীকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ গোপালের। আর গোটা ঘটনার মূলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ বলেই অভিযোগ গোপাল দলপতির। গত বৃহস্পতিবার থেকে কুন্তলের একটা বয়নাই এখন সরগরম নিয়োগ দুর্নীতি তদন্ত। এরমধ্যেই গোপালের দাবি, তিনি দিল্লি এসেছেন মামলা করতে। হৈমন্তীর সঙ্গে কোনও যোগাযোগ নেই। হৈমন্তী কোথায় আছেন, তা-ও তিনি জানেন না।
চলতি মাসের গোড়ায় কলকাতায় ইডির দফতরে শেষবার দেখা গিয়েছিল গোপাল দলপতিকে। দাবি করেছিলেন, কিছু নথি তিনি জমা দিতে এসেছিল। তিনি কোনও টাকা নেননি বলেও দাবি করেছিলেন গোপাল। এদিন তিনি জানিয়েছেন, হৈমন্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের মামলা চলছে। সেই প্রক্রিয়া এখনও চলছে। তবে এই ঘটনায় হৈমন্তীর নাম আসায় তিনি দুঃখ পেয়েছেন। কারণ, হৈমন্তী 'ইনোসেন্ট' ।
একইসঙ্গে নিজেকেও দুঁষছেন তিনি। তাঁর আক্ষেপ কুন্তলকে ব্যাঙ্ক স্টেটমেন্ট না দেখালেই পারতেন। কারণ, এই ঘটনার জন্যই তিনিই কার্যত হৈমন্তীকে ফাঁসিয়ে দিলেন বলেও আক্ষেপ গোপাল ওরফে আরমানের।