শনিবার কয়েকঘন্টার কালবৈশাখীর(Storm) তাণ্ডবে বিপর্যস্ত শহর কলকাতা(Kolkata)। প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে (Rain) ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। শহরের একাধিক জায়গায় ভেঙে পড়ল গাছ। টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে একটি গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় মহানায়ক উত্তম কুমার থেকে নেতাজি মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল(Metro Service disrupted)।
জানা গেছে, গাছ ভেঙে পড়ার কারণে আপাতত বন্ধ টালিগঞ্জ ও কবি সুভাষ মেট্রো চলাচল। মেট্রো (Metro) চলছে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত। তবে বিকেল সাড়ে ৫টার পর থেকে অবশ্য স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল।
আরও পড়ুন- Kolkata Rain Update : বিকেলেই সন্ধে নামল কলকাতায়, খানিকক্ষণের কালবৈশাখিতে সাময়িক স্বস্তি
শনিবার বিকেলে স্বস্তির বৃষ্টিতে(Rain) ভিজল কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গ। গরমে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কিছুটা হলেও স্বস্তি ফিরল।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে আগামী ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে(Rain Forecast in Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।