বেহালায় শিশু মৃত্যুর জেরে এর আগে ফুটপাথ খালি করার নির্দেশ দিয়েছিল কলকাতা পুরনিগম। এবার ভারী পণ্যবাহী গাড়ি, লরি চলাচলের ক্ষেত্রেও কলকাতায় বেঁধে দেওয়া হল কিছু বিধিনিষেধ। সোমবার রাতে, কলকাতার ট্রাফিক পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে , এবার সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত এই ধরণের যান চলাচল করতে পারবে না শহরের রাস্তায়। এর আগে এই নিয়ম বলবৎ ছিল সকাল ৮ টা থেকে। এবার আরও ২ ঘণ্টা এগিয়ে দেওয়া হল সময়সূচি।
এদিন সকলেও শহরে আরও এক পড়ুয়া দুর্ঘটনার শিকার। হরিদেবপুরে ট্যাক্সির ধাক্কায় জখম হল এক দ্বিতীয় শ্রেণির ছাত্র৷ তড়িঘড়ি ওই পড়ুয়াকে ভর্তি করা হয় SSKM হসপাতালে।
উল্লেখ্য, শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। বাবার সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল সে। সেসময় একটি মাটি বোঝাই লরি তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের।