Heat Wave : সাত বছর পর ফের নজিরের সামনে কলকাতা, পারবে কী তাপপ্রবাহের রেকর্ড ভাঙতে ?

Updated : Apr 18, 2023 19:49
|
Editorji News Desk

এক নতুন নজিরের সামনে কলকাতা। তারজন্য অপেক্ষা আর দু দিনের। কী সেই নজির ? তাপপ্রবাহে নিজের রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার। ২০১৬ সালে টানা আট দিন ঠায় ৪০ ডিগ্রিতে দাঁড়িয়ে ছিল কলকাতার তাপমাত্রা। এবার একই পরিস্থিতি শুরু হয়েছে গত বুধবার থেকে। সাত বছর পর সাতদিনে কলকাতায় তাপমাত্রা ৪০-এর ঘর থেকে নামেনি। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে। ফলে তাপপ্রবাহে কলকাতার নয়া নজির এখন সময়ের অপেক্ষা। 

এদিকে, বৃষ্টি আসছে। আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। মঙ্গলবার দুপুরে এমনই সুখবর জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তারমধ্যে কলকাতা রয়েছে। রয়েছে কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনাও। এছাড়াও দুই মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। 

শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের কথা বলা হয়েছিল। এবার এল বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। তাপপ্রবাহ কমে যাবে। সেইমতো বৃহস্পতিবার থেকে জ্বলুনি খানিকটা কমবে বলেও আশা করছেন আবহাওয়াবিদরা। 

মূলত দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি একটি নিম্নচাপ ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। তার জেরেই শনিবার ভিজতে পারে রাজ্যের খানিক অংশ। কারণ, এই নিম্নচাপ মূলত ওড়িশা এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যেতে পারে। তার জেরে বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা বৃষ্টি হলেও, তা হবে মাঝারি থেকে হাল্কা। 

Heat waves

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট