Swasthya Sathi Card: হার্নিয়া-হাইড্রোসিল-দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নয়া নিয়ম

Updated : Sep 16, 2022 16:52
|
Editorji News Desk

হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, এবার হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার সরকারি হাসপাতালে করালেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই সব অস্ত্রোপচার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে করালে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থাকবে না।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালের পরিকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, আরও একটি নির্দেশিকায় বলা হয়েছে, পেটে যে কোনও অস্ত্রোপচার করতে গিয়ে যদি চিকিত্‍সকরা অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দেন, তাহলে স্বাস্থ্যসাথী থেকে সেই টাকা পাওয়া যাবে না।  

আরও পড়ুন- Mountaineers Missing in Himachal: হিমাচলের দুর্গম শৃঙ্গে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হাওড়ার ৪ পর্বতারোহী 

স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) নিয়ে ফের সরকারি-বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে, তাদের লাইসেন্স বাতিল করতেও দ্বিধা করবে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও নার্সিংহোম এবং হাসপাতাল যদি স্বাস্থ্যসাথী কার্ড নিতে না চায়, সঙ্গে সঙ্গে থানাকে জানাতে হবে। থানাকেও অভিযোগ খতিয়ে দেখতে ছুটে গিয়ে ক্রসচেক করতে হবে। বাকিটা সরকার বুঝে নেবে। 

একটি প্রশাসনিক বৈঠক থেকে নতুন করে এই নিয়ে ফের বার্তা দেন মমতা। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, তাঁকে জানানো হয় যে, বার বার সরকারের তরফে বার্তা দেওয়া সত্ত্বেও, বহু নার্সিংহোম, হাসপাতাল স্বাস্থঅযসাথী কার্ড গ্রহণ করছে না। বিশেষ করে অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগী যদি স্বাস্থ্যসাথী কার্ড দেখান, নানা টালবাহানা করতে দেখা যায় তাদের। কখনও বলা হয় রিনিউ করাতে হবে, নইলে অপারেশন করা যাবে না এমন যুক্তিও দেওয়া হয় বলে জানানো হয় মমতাকে। 

health departmenthospitalsWest Bengal govtSwastha Sathi

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট