Partha Chatterjee : মন্ত্রী ছিলেন, নিয়োগ কর্তা নন, নিয়োগ দুর্নীতি মামলায় দাবি 'মেধাবী' পার্থর

Updated : Mar 23, 2023 20:42
|
Editorji News Desk

পার্থময় বৃহস্পতিবার। আদালত হোক বা তার বাইরে এদিন নিয়োগ দুর্নীতি ইস্যুতে বেশ চালিয়ে খেললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালতে তাঁর দাবি, মন্ত্রী ছিলেন, নিয়োগ কর্তা নন। তাঁর প্রশ্ন মন্ত্রী হওয়া কী পাপ ? এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের এজলাসে নিজেকে মেধাবি ছাত্র হিসাবে দাবি করে পার্থ চট্টোপাধ্যায় জানান, গত আট মাস তিনি একটি গুহার মধ্যে আছেন। যা দেখে তিনিই অবাক হয়ে যাচ্ছেন। প্রশ্ন তোলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রক্রিয়া নিয়ে।  দাবি করেন, তাঁর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ নেই। এরপরেও কেন তাঁকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, তাও এদিন আদালতের থেকে জানতে চান তিনি। 

এরআগে অবশ্য আদালতের বাইরেই এদিন নিয়োগ দুর্নীতিতে  রাজ্যের তিন বিরোধী নেতার নাম নেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে শুনানির আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর অভিযোগ, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী এবং দিলীপ ঘোষ তিন জনেই তাঁর কাছে চাকরির তদ্বির করেছিলেন। কিন্তু তিনি সেই বেআইনি কাজ করতে রাজি হননি বলেই দাবি পার্থর। এবং তাঁর কাছে লোক পাঠিয়ে তদ্বির বাম আমল থেকেই শুরু হয়েছিল বলেও এদিন দাবি করেছেন পার্থ। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের জন্য ২০০৯-১০ সালে সুজন চক্রবর্তী এবং দিলীপ ঘোষ তাঁর কাছে লোক পাঠিয়েছিলেন। এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ২০১১-১২ সালে। পার্থ চট্টোপাধ্যায়ের এই দাবি ঠিক কয়েক মিনিট পরেই টুইট করে তৃণমূল মুখপাত্র আর এক বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বিরুদ্ধেও একই অভিযোগ করেন। 

যদি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই অভিযোগ একযোগে উড়িয়ে দিয়েছে বাম ও বিজেপি। মেদিনীপুরের সাংসদ এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, পার্থ চট্টোপাধ্যায় পাগলের প্রলাপ বকছেন। এই অভিযোগ যদি প্রমাণ হয়, তাহলে তিনি জেল খাটবেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিন সুজন চক্রবর্তীর প্রশ্ন, যে সময় তাঁর বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় কোথায় ছিলেন ? সুজনের দাবি, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় দল সরকারেই নেই। তিনি কার্যত পার্থর এই অভিযোগকে উড়িয়েই দিয়েছেন। 

তবে এই ঘটনায় তৃতীয় ব্যক্তি সম্পর্কে নিজের দূরত্ব বজায় রেখেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মতে, ওই সময় শুভেন্দু কী করছেন, তা তাঁর পক্ষে বলা সম্ভব নয়। কারণ, সেইসময় তাঁরা ভিন্ন দলের কর্মী ছিলেন। তবে বাম আমলেও যে টাকার খেলা হয়েছে, তা মানছেন দিলীপ ঘোষও। 

CBIPartha ChatterjeeSSC Group C Recruitment Scam

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট