জয়নগরে খুন তৃণমূল নেতা। তার ২৪ ঘণ্টার মধ্যেই এবার নতুন করে খুনের হুমকি পেলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তৃণমূল বিধায়কের অভিযোগ, ফোন করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করার হয়েছে জয়নগরের পর এবার তাঁর পালা।
ক্যানিং পূর্বের বিধায়ক জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ এই ফোন এসেছিল। তিনি তখন ভাঙড় যাচ্ছিলেন। ওই ফোনেই তাঁকে ভাঙড়ে খুন করার হুমকি দেওয়া হয়েছে। বারুইপুর পুলিশের কাছে এই ব্যাপারে অভিযোগ করেছেন শওকত। তাঁর অভিযোগ, বিরোধীরাই তাঁকে খুন করার ষড়যন্ত্র করছে।
আরও খবর : তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর তথ্য! নজরদারির দায়িত্ব ছিল ধৃত শাহরুলের উপর
সোমবার জয়নগরের বামনগাছিতে খুন হয়েছিলেন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তাঁর খুনের ঘটনায় শওকতের তির ছিল বাম-বিজেপির দিকে। যদিও বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছে দুই শিবির।