কেন্দ্রীয় এজেন্সি ইডির থেকে তিনি এখনও কোনও নোটিস পাননি। বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। বুধবার কয়লা-কাণ্ডের তদন্তে কলকাতা ও আসানসোল মিলিয়ে রাজ্যের মন্ত্রীর পাঁচ বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কলকাতার ডালাহৌসিতে সরকারি বাসভবনে মলয় ঘটককে দীর্ঘ জেরা করা হয়। বিকেলে জেরা থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, এই ব্য়াপারে তিনি কোনও মন্তব্য করবেন না।
কিন্তু সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মলয় জানান, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিছু জীবনবিমার কাগজ এসব নিয়ে গিয়েছে সিবিআই। সিম ছাড়া তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে। তবে কোনও টাকা পয়সা নিয়ে যাননি তদন্তকারীরা। তাঁর বাড়িতে সিবিআই হানার পিছনে বিজেপির চক্রান্ত বলেই অভিযোগ করেন রাজ্যের আইনমন্ত্রী। তাঁর দাবি, আসানসোলে ১০ লক্ষ মানুষ বসবাস করেন। বিজেপি কর্মী, সমর্থক ছাড়া যদি কোনও সাধারণ ব্যক্তি এটা বলেন, মলয় ঘটক কয়লার সঙ্গে যুক্ত, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, যাঁরা নিষ্ঠার সঙ্গে তৃণমূল করছেন, তাঁদেরই টার্গেট করা হচ্ছে। সংগঠনকে মজবুত করতে রাজ্যের বিভিন্ন জেলায় তাঁকে দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি প্রতি ক্ষেত্রে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ মলয়ের। তবে রাজ্য়ের আইনমন্ত্রী জানিয়েছেন, সিবিআই হানা নিয়ে মুখ্য়মন্ত্রীকে রিপোর্ট করবেন।