সহকর্মীদের অশালীন গালিগালাজ করায় সাসপেন্ড করা হল এইচডিএফসি ব্যাঙ্কের ম্যানেজারকে৷ কলকাতার ওই উচ্চপদস্থ কর্তার নাম পুষ্পল রায়৷ ব্যাঙ্কের সহকর্মীদের সঙ্গে একটি মিটিংয়ে তাঁর কদর্য আচরণ ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, সহকর্মীদের কুৎসিত ভাষায় অপমান করছেন ব্যাঙ্কের কলকাতা শাখার ক্লাস্টার হেড
পুষ্পল। কথা বলছেন চিৎকার করে। সম্বোধন করছেন 'তুই' বলে।
এইচডিএফসি ব্যাঙ্কের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভাইরাল রিপোর্টের বিষয়ে প্রাথমিক তদন্তের ভিত্তিতে, সংশ্লিষ্ট কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে একটি বিশদ তদন্তও শুরু করা হয়েছে। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এই তদন্ত চালানো হবে।
Monsoon-Weather Update: কেরালাতেই দেরিতে আগমন, তাহলে বাংলায় কবে আসছে বর্ষা?
সৌমি চক্রবর্তী নামে এক মহিলা লিংকডইনে এই ভিডিও শেয়ার করার পর নিন্দার ঝড় বয়ে যায়৷