হাজরা পার্কের পুজোয় বিপত্তি। শুক্রবার রাতে হঠাৎ করেই ভেঙে পড়ে প্রতিমার একাংশ। তড়িঘড়ি দমকল ব্রিগেডকে ডেকে পাঠানো হয়। হোর্সপাইপের সাহায্যে গলিয়ে দেওয়া হয় প্রতিমা।
রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, "হাজরা পার্কের পুজোতে কলকাতা পুরনিগমের কর্মীরাই দায়িত্বে। এবার ২০ ফুটের প্রতিমা তৈরি করা হয়েছিল। যে সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল, তা পর্যাপ্ত ছিল না। তাই প্রতিমার হাতের একটি অংশ ও শরীরের একাংশ ভেঙে পড়ে।" এবার ৮০ বছরে পা রেখেছে হাজরা পার্কের পুজো। দুর্গাপুজোর থিম ছিল তাণ্ডব। দর্শনার্থীদের ভিড় ছিল। প্রশংসাও কুড়িয়েছিল। কিন্তু কার্নিভালের আগে কিছুটা হলেও ছন্দপতন।
আরও পড়ুন: ডবল সেঞ্চুরি আদার, লক্ষ্মীপুজোর বাজারে দাম শুনে বাঙালির মগজে কারফিউ
এবার কলকাতার একাধিক মণ্ডপের প্রতিমা মণ্ডপেই গলিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ বাঁচানোর জন্য এই উপায় অবলম্বন করেছে বড় ক্লাবগুলি। টালা প্রত্যয়ও এবার নিজেদের মণ্ডপে প্রতিমা গলিয়ে ফেলেছে। পরে কাঠামো গঙ্গায় ভাসানো হবে। রাজডাঙার পুজোতেও প্রতিমা নিরঞ্জনের বদলে গলিয়ে দেওয়া হয়েছে।