হরিদেবপুর-কাণ্ডে শনিবার সকালে অয়ন মন্ডলের বান্ধবীর বাবাকেও গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হল। বান্ধবী এবং তাঁর মা ও ভাইকে শুক্রবারই গ্রেফতার করা হয়েছিল। যে গাড়িতে অয়নের দেহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে।
দশমীর রাতে অয়ন ওই বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন বলেই দাবি। রাত ৩ টের পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাঁর। ৬ অক্টোবর সকালে বাড়ির লোক, বন্ধু বা প্রতিবেশীরা জানতে পারেন অয়ন বাড়ি ফেরেননি। এরপর হরিদেবপুর থানায় পরিবারের অভিযোগ জানানো হয়।
শুক্রবার মগরাহাট থেকে অয়নের দেহ উদ্ধার করে বাড়িতে আনার পর থেকেই বাড়ে উত্তেজনা।
পুলিশ ইতিমধ্যে জানিয়েছে, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আঘাতের কারণেই মৃত্যু হয়েছে"।