বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রাশি রাশি গুটখার (Gutkha Pouch) প্যাকেট। যা দেখে কার্যত হকচকিয়ে গিয়েছিলেন সকলে। কিন্তু তখনও চমক বাকি ছিল। গুটকার প্যাকেট খুলতেই পর্দাফাঁস।
কারণ ওই গুটখার প্যাকেটের মধ্যেই রাখা ছিল কয়েক লক্ষ টাকা যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)।
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, রবিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে ব্যাংককের (Bangkok) উদ্দেশে যাচ্ছিলেন এক ব্যক্তি। তল্লাশির সময় তাঁর ট্রলি দেখে সন্দেহ হয়।
তারপরেই দেখা যায় গুটখার প্যাকেটের মধ্যে করে বিদেশি টাকা নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। শুল্ক দফতর জানিয়েছে, ওই ট্রলি থেকে মোট ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩২ লক্ষ টাকা। ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই যাত্রীকে।
আরও পড়ুন- কবর দেওয়ার বদলে খ্রিস্টান বৃদ্ধের দেহ নিয়ে আসা হল নিমতলায়! তারপর...