রিষড়ার ঘটনায় জখমকে দেখতে হাসপাতালে গেলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রিষড়া থেকে তিনি সোজা চলে আসেন এসএসকেএম হাসপাতালে। গত রবিবার রাতে রিষড়ার ঘটনায় জখম হয়েছিলেন বিজয় মালিক নামের এক ব্যক্তি। তাঁকে দেখে রাজ্যপাল জানিয়েছেন, অশান্তির ঘটনায় মাথায় চোট পেয়েছেন বিজয়। চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। এদিনই ওই আহত ব্যক্তির অস্ত্রোপচার করা হয়েছে।
‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে।' মঙ্গলবার এভাবেই ফের রিষড়াকাণ্ডে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন ওই অশান্তিতে ইন্ধন দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানান রাজ্যপাল। তিনি আরও জানান, সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করতে গেলে কাউকে রেয়াত করা হবে না।
অন্যদিকে, রাতভর উত্তেজনার পর মঙ্গলবার সকাল থেকে থমথমে রিষড়া। এলাকায় টহল দিচ্ছে পুলিশ-র্যাফের যৌথবাহিনী। তাঁদের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এদিন সকাল থেকেই রিষড়ায় বাড়তি পুলিশবাহিনী মোতায়েন করেছে প্রশাসন। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তাই রিষড়া থানার পাশাপাশি, চন্দননগর, হুগলি গ্রামীণ এবং হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে।