পাঁচ বছর পর পরীক্ষা হলেও বিতর্ক পিছু ছাড়ল না প্রাইমারি টেটের। রবিবার কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু জেলার পরীক্ষাকেন্দ্রে পরিক্ষার্থীদের বায়োমেট্রিক পরিচয়(biometric identification controversy in WB TET 2022) যাচাই হয়নি বলেই অভিযোগ। তা নিয়ে সন্ধে পর্যন্ত রীতিমতো টানাপোড়েন চলে। এই অভিযোগের সত্যতা স্বীকার করে পর্ষদ সভাপতি গৌতম পাল(Goutam Pal on WB TET Exam 2022) জানান, রেজাল্টে কোনও প্রভাব পড়বে না। তাঁর কথায়, যান্ত্রিক কিছু সমস্যা ছিল। সেকথা মাথায় রেখেই আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর জেরে রেজাল্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলেই মত পর্ষদ সভাপতির।
জানা গিয়েছে, রবিবার টেট চলাকালীন তীর্থপতি ইন্সটিটিউট সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বায়োমেট্রিক পরিচয়(biometric identification controversy in WB TET 2022) যাচাই না করার অভিযোগ তোলেন পরিক্ষার্থীরা। তাঁদের দাবি, এই বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন না হলে তাঁদের পরীক্ষা তাঁদের নামে অন্য কেউ দিচ্ছেন কি না, তার কোনও প্রমাণ থাকে না। পরবর্তীতে তা নিয়ে প্রশ্ন উঠতেও পারে বলেও আশঙ্কা বহু পরিক্ষার্থীর। পরীক্ষা শেষের পর বায়োমেট্রিকের দাবিতে কিছু জায়গায় বিক্ষোভ দেখান পরিক্ষার্থীরা। এরপরেই নড়েচড়ে বসে পর্ষদ। গৌতম পাল(Goutam Pal on WB TET Exam 2022) নিজে সাংবাদিক বৈঠক করে জানান, এই ঘটনায় রেজাল্টের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না।
আরও পড়ুন- West Bengal Weather Update: মান্দাসের জেরে থমকে গেল শীত, মাঝ ডিসেম্বরেও হতাশ বঙ্গবাসী
উল্লেখ্য, রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় বসেছিলেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। তবে এবারও প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। তবে তা মানতে চয়াননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) বা পর্ষদ সভাপতি গৌতম পাল(Goutam Pal)।