মাসের শুরুতে স্থিতিশীল সোনার দাম। সোমবার যা দাম ছিল, মঙ্গলেও দামের কোনও হেরফের হয়নি। রুপোর দাম সামান্য বেড়েছে। সোম ও মঙ্গলে সোনার দামে পরিবর্তন না হওয়ায় খুশি ক্রেতারা।
সোমবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৭০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৬০,৭৬০ টাকা। মঙ্গলেও একই দাম আছে। সোমবারের তুলনায় ১০০ টাকা বেড়েছে রুপোর দাম। কেজি প্রতি দাম দাঁড়িয়েছে ৭৬ হাজার ১০০ টাকা।
বৈশাখে একাধিক বিয়ে আছে। ফলে সোনার বাজার দর একই থাকায় খুশি ক্রেতারা। গত শুক্রবার বেশ কিছুটা দাম কমে সোনার। তারপর ফের মঙ্গলে অপরিবর্তিত সোনার দাম।