অবশেষে স্কুলে ফিরল পড়ুয়ারা। হাই কোর্টের নির্দেশে (High Court Orders) বুধবার থেকে খুলে গেল জিডি বিড়লা স্কুল (GD Birla School Reopen)। স্কুল কর্তৃপক্ষ নতুন নোটিস দিয়ে জানায়, সব পড়ুয়াদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এতদিন নিজেদের অবস্থানে অনড় ছিল স্কুল কর্তৃপক্ষ। বুধবার স্কুলের নোটিসে জানানো হয়, "হাই কোর্টের নির্দেশের পর, স্কুলে সকল ছাত্রছাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।" যে সব পড়ুয়ারা স্কুলের বকেয়া ফি (Remaining School Fees) দিতে পারেনি, তাদের আলাদা একটি আইডি কার্ড দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বকেয়া ফি না মেটালে পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না। গত ৯ এপ্রিল, এই নোটিস দেয় জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। তারপরই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ।
আরও পড়ুন: বৈশাখী বিকেলে জলবিহারে যাবেন? কলকাতার নতুন আকর্ষণ বাতানুকূল লঞ্চ
এরপরই আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে জিডি বিড়লার তিনটি স্কুলের ৬টি ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। স্কুল খোলার পর পড়ুয়াদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এরই অভিযোগে হাইকোর্টে মামলা করে কিছু অভিভাবক।
মঙ্গলবার সেই মামলার শুনানিতে সেই নোটিস খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। জানানো হয় পড়ুয়াদের প্রবেশে বাধা দিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলার কারণ দেখিয়েও বন্ধ রাখা যাবে না স্কুল। মঙ্গলবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, পড়ুয়াদের শিক্ষার অধিকার কাড়তে পারবে না স্কুল কর্তৃপক্ষ। বকেয়া ফি না দিলেও সকল পড়ুয়াকে স্কুলে প্রবেশের অনুমতি দিতে হবে।