GD Birla School: কলকাতায় একই দিনে বন্ধ ছ'টি স্কুল ক্যাম্পাস, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় অভিভাবকরা

Updated : Apr 08, 2022 12:51
|
Editorji News Desk

শহর কলকাতায়(Kolkata) একই দিনে বন্ধ হয়ে গেল তিনটি নামী স্কুলের ছ'টি ক্যাম্পাস। আইনশৃঙ্খলার অবনতি, পড়ুয়াদের নিরাপত্তার কারণ দেখিয়ে একই দিনে বন্ধ করা হল স্কুলগুলি। এর ফলে ছ'টি ক্যাম্পাস মিলিয়ে প্রায় দশ হাজার ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। এই খবর জানার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। 

করোনার(Corona) প্রকোপে প্রায় দু’বছর বন্ধ ছিল স্কুল। পরিস্থিতি স্বাভাবিক হতে আবার স্কুলে ফেরে ছাত্র-ছাত্রীরা। কিন্তু দেখা দেয় নতুন সমস্যা। করোনার কথা টেনে স্কুল নির্ধারিত ফি দিতে অস্বীকার করেন অভিভাবকদের একাংশ। স্কুলের ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদও শুরু করেন তাঁরা। অভিভাবকদের দাবি, ফি বাড়ানো(School Fees Hike) চলবে না। এই দাবিদাওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই স্কুলের সামনে আন্দোলন, বিক্ষোভ(Agitation) চালাচ্ছিলেন অভিভাবকদের একাংশ। কিন্তু এরপরেই বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলার অবনতি এবং পড়ুয়াদের নিরাপত্তার প্রশ্ন তুলে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেন। সেই মর্মে স্কুলের সামনে একটি নোটিসও টাঙিয়ে দেন তাঁরা। 

আরও পড়ুন- Bengal weather update: গরমে হাঁসফাঁস করতে হবে আরও কয়েকদিন, এখনই নেই ভারী বৃষ্টির সম্ভাবনা

স্কুল কর্তৃপক্ষ কোনও কিছু না জানিয়েই এ ভাবে নোটিস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ। তাঁদের মধ্যে অনেকেরই অভিযোগ, যাঁরা স্কুল নির্ধারিত ফি জমা দেয়নি, তাঁদের সঙ্গে কথা বলুক স্কুল কর্তৃপক্ষ। কিন্তু যাঁরা সম্পূর্ণ ফি জমা দিয়েছে, তাঁদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ তো অন্ধকারে ঠেলে দেওয়া হল। এর মধ্যেই আবার সামনে বোর্ডের পরীক্ষা রয়েছে। ফলে জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে যে সব পড়ুয়া, তাদেরই বা কী হবে, প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। 

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সাড়ে ছ’টা নাগাদ জি ডি বিড়লা স্কুলে পৌঁছে পড়ুয়ারা দেখেন মূল গেট বন্ধ। সেখানে ঝোলানো রয়েছে নোটিস। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হচ্ছে বলে নোটিসে উল্লেখ করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে, গোটা বিষয়ের ওপর নজর রাখছে রাজ্য সরকার। জানা গেছে, প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারে স্কুল শিক্ষা দফতর(School Education Department)। 

স্কুলে বেশকিছু পড়ুয়াকে ঢুকতে না দেওয়ায় আদালতের দারস্থ হন সেইসব পড়ুয়াদের অভিভাবকরা। বুধবার কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বেসরকারি স্কুলে ফি(School Fee) বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাসে ওঠা আটকানো যাবে না। ক্লাস করার ক্ষেত্রেও বাধা দেওয়া যাবে না। আদালতের এই রায়ে নৈতিকভাবে জয় পান অভিভাবকরা। অভিভাবকদের একাংশের অভিযোগ, বিড়লা গ্রুপ গুটিকয়েক অভিভাবকের কাছে হার মানতে না পেরে স্কুল বন্ধ করে দিয়েছে। তাঁরা মনে করান, ২০১৭ সালে জি ডি বিড়লা স্কুলে(GD Birla School) যখন পড়ুয়ার যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরেও একই পদক্ষেপ নেয় স্কুল।

fees hikeWest BengalGD Birla SchoolWest Bengal govtschool closedMahadevi Birla Schoolkolkata

Recommended For You

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য
editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট