গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় যুক্ত রয়েছেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্ট। অভিযুক্তদের শাস্তির দাবি করে পুরসভা এবং রাজ্যকে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলা হয়েছে।
গার্ডেনরিচকাণ্ডে সোমবার আদালতে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য এবং কলকাতা পুরসভা। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন পলাতক তাঁর খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন - দুর্গা খুনে নির্দোষ ধরণী, দাবি ওয়াটগঞ্জের মৃতার পরিবারের
এই মর্মেই হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের মন্তব্য, এই বেআইনি নির্মাণে পুরসভার যে সব আধিকারিকরা সাহায্য করেছেন তাঁরাও চক্রান্তে যুক্ত। তাঁরাই আসল দোষী। এই বিষয়ে তদন্তের প্রয়োজন।