রাজ্যের নিয়োগ মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। সোমবার আদালতের নির্দেশে বাতিল করা হল ২০১৬ সালের স্কুল সার্ভিসের প্যানেল। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারালেন শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার।
এদিন ২৮১ পাতার রায়ে বিচারপতিদের নির্দেশ বেআইনি নিয়োগের অভিযোগে যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সুদের হার এখানে ১২ শতাংশ। একই সঙ্গে নির্দেশে, রাজ্যকে ১৫ দিনের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় বহাল থাকছে CBI নির্দেশ।
নিয়োগ মামলার রায়কে ঘিরে সকাল থেকে টানটান ছিল হাইকোর্টে নিরাপত্তা। গোটা চত্বর মুড়ে ফেলা হয়েছিল পুলিশ দিয়ে। ঢুকতে দেওয়া হয়নি আন্দোলনকারীদের। বেলা ১০ টার কিছু পরে শুরু হয় রায়দানের পর্ব। হাইকোর্ট জানিয়েছে ২০১৬ সালের পুরো প্যানেলই বেআইনি। ৪ সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণদের সুদ সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ করতে বলা হয়েছে OMR শিটও। হাইকোর্টের এই রায়ে চাকরি খোয়ালেন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষাকর্মীরা।