কল্পতরু উৎসবের দিনেই আরও একটি নতুন ট্রেন পেল রাজ্য। কলকাতা থেকে বালুরঘাট যাওয়া হয়ে গেল আরও সহজ। কল্পতরু উৎসবের দিনেই আনুষ্ঠানিক ভাবে চালু হল শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস। এই এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন শিয়ালদহ থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। নৈহাটি, ব্যান্ডেল হয়ে কাটোয়া লাইন ধরে মালদহ হয়ে পৌঁছবে বালুরঘাটে।
লোকসভা ভোটের আগে একের পর এক নতুন ট্রেন দেশবাসীকে উপহার দিচ্ছে ভারতীয় রেল। গত ৩০ তারিখ মালদহ থেকে উদ্বোধন হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস।