ক্রমশ বাড়তে থাকা যাত্রীর চাপ সামাল দিতে ডিসেম্বরের শুরু থেকেই ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের (East West Metro)। বাড়ছে ৬টি ট্রেন।
১ ডিসেম্বর থেকেই শিয়ালদহ (Sealdah) থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন (Saltlake Sector 5) পর্যন্ত রোজ ১০০টির পরিবর্তে ১০৬টি (আপ-ডাউন মিলিয়ে) মেট্রো চলাচল করবে। পরিষেবা শুরু এবং শেষের সময় অপরিবর্তিতই রয়েছে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৫মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী পরিষেবা শুরু হবে সকাল ৭টায়। দিনের শেষ মেট্রো শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
Mamata Banerjee : হস্তশিল্প মেলায় আচমকা মুখ্যমন্ত্রী, ঘুরলেন, কিনলেন জিনিসও
বিকেলের ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ১৫ মিনিটের বদলে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।