নিজাম প্যালেসে সিবিআই(CBI Departmaent) দফতরে এলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক এবং ওএসডি। সোমবার বিকেলে সেখানে হাজির হন সুকান্ত আচার্য, প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়। এই দুই এসএসসি অধিকারিককে(SSC Group D Recruitment) নিয়ে আসেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার উজ্জ্বল বিশ্বাস ও ভারপ্রাপ্ত ডিসি সেন্ট্রাল শুভঙ্কর ভট্টাচার্য। সঙ্গে ছিলেন হেয়ার স্ট্রিট থানার(Hare Street Police Station) অফিসার ইন-চার্জ। আনা হয় শিক্ষা দফতরের তৎকালীন ডেপুটি ডিরেক্টর অলোক সরকার এবং শিক্ষা দফতরের আরেক আধিকারিক তাপস পাঁজাকেও।
স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Group D Recruitment) উপদেষ্টা কমিটির চার সদস্যকে মঙ্গলবার দুপুরের মধ্যেই সিবিআইয়ের (CBI) কাছে নিয়ে যেতে হবে। এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।
জানা গেছে, এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের(Prakash Srivastav) কাছে আবেদন করেন এসএসসি(SSC Group D) উপদেষ্টা কমিটির ওই চার সদস্য। কিন্তু উচ্চ আদালতের নির্দেশ, মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে দুই সদস্য সুকান্ত আচার্য ও প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দফতরে নিয়ে যেতে হবে। দুপুর ৩টের মধ্যে আরও দুই সদস্য অলোককুমার সরকার ও তাপস পাঁজাকে নিয়ে যেতে হবে সিবিআই দফতরে। তার আগে সোমবার বিকেলেই নিজাম প্যালেসে(Nizam Palace) নিয়ে যাওয়া হল ওই চার সদস্যকে।