রাতের কলকাতায় সেই বেপোয়া গতি। আর তার জেরে এবার বলি চার। জখম আরও দুই। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। রবিবার রাতে দমদম পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় দমদম পার্কে সিগন্যালে প্রথমে একটি বাইক ও পরে একটি লরিতে মারে বেপোয়া গতিতে আসা একটি গাড়ি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
এই ঘটনার পরেই গাড়ির সামনের অংশ কার্যত উড়ে যায়। গাড়ি থেকে ছিটকে পড়েন এক মহিলা-সহ আরও একজন। শুরু হয় উদ্ধারের কাজ। দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়। যদিও হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় বাইক চালকের।