পদ্মভূষণ (Padma Bhushan) সম্মান ফিরিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। (Buddhadeb Bhattacharjee) প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হবে, এমনটাই জানিয়েছিল কেন্দ্র সরকার।
বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি দিয়ে জানান, "পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।"
উল্লেখ্য, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে রাজধানী নয়াদিল্লি, চলছে নজরদারি
দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সক্রিয় রাজনীতি থেকেও অনেকটাই দূরে রয়েছেন তিনি। তবে রাজ্য রাজনীতিতে এখনও সমানভাবে প্রাসঙ্গিক বুদ্ধদেব ভট্টাচার্য।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাশাপাশি এবার পদ্মভূষণে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে (Victor Banerjee)।