প্রয়াত কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তুষার তালুকদার। বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আইপিএস অফিসার। গত শনিবার থেকে শ্বাসকষ্ঠ জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়।
১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কলকাতা পুলিশের নগরপাল ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তাঁর আমলেই ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের বিরুদ্ধে গুলি চালানার অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রাণ হারান ১৩ জন কংগ্রেস সমর্থক। অভিযানের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরবর্তী সময়ে তাঁকে একুশে জুলাই কমিশনে হাজিরাও দিতে হয়। তাঁর সময়েই ১৯৯৩ সালে বউবাজার বিস্ফোরণের ঘটনা। যে ঘটনায় এখনও সাজা কাটছেন মূল অভিযুক্ত রশিদ খান।