আগের থেকে এখন ভাল আছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। হাসপাতাল থেকে জানানো হয়েছে, নিশ্বাস ঠিক রাখতে রাতেই তাঁকে পালমোনারি ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। সুগার নিয়ন্ত্রণ করতে দেওয়া হচ্ছে ইনস্যুলিনও।
সোমবার পরীক্ষার রিপোর্ট দেখার পর দুপুরেই ভেন্টিলেশন (Ventilation) থেকে বার করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। বেশ রাত পর্যন্ত হাসপাতালে ছিলেন তাঁর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। তাঁরাই পালমোনারি ফিজিওথেরাপি করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন : প্রিয় কমরেডকে দেখতে ৮০ কিমি হ্যান্ড সাইকেল চালিয়ে হাসপাতালে রবি
এরপাশাপাশি কড়া অ্যান্টিবায়োটিক দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। এই অ্যান্টিবায়োটিক তাঁর কিডনির যাতে কোনও ক্ষতি না করে, সেই ব্যাপারে কড়া নজর রয়েছে হাসপাতালের চিকিৎসকদের। তবে, ভেন্টিলেশন থেকে বার করার পর আর কোনও অবনতি হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে।