প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) সিটি স্ক্যান (CT Scan) করানো হল। হাসপাতাল (Woodlands Hospital) সূত্রে খবর, সোমবার সকাল সোয়া সাতটা নাগাদ তাঁর বুকের (Chest) সিটি স্ক্যান করা হয়েছে। তাতে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ফুসফুসের(Lungs) দু দিকেই সংক্রমণ (Fungus) রয়েছে। ডানদিকে সংক্রমণের মাত্রা বেশি বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি রক্ত পরীক্ষার রিপোর্ট দেখেই তাঁকে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে হাসপাতালে দাবি।
শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয় । সেদিন থেকেই হাসপাতালে যাতায়াত করছেন বাম নেতৃত্ব । হাসপাতালে দেখা গিয়েছে বিমান বসু, রবীন দেব থেকে সূর্যকান্ত মিশ্রদের । বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন শুভেন্দু-নওশাদরাও ।
আরও পড়ুন : ডাকলে সাড়া দিচ্ছেন,তবে সঙ্কটমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য,আজ হতে পারে সিটিস্ক্যান
রবিবার বুদ্ধবাবুকে দেখতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাসাপাতালে হাজির হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি। জানা গিয়েছে ফোনে খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কী বলেছেন, তা যদিও জানা যায়নি।