লোকগীতি গেয়ে মন জয় করেছেন। সংগীত শিল্পী হিসেবে দুর্গাপুজোর সঙ্গে নিবিড় যোগাযোগ। তাঁর কণ্ঠে মুগ্ধ হয়েছেন সংগীতপ্রেমীরা। এবার তাঁর হাতে দুর্গার মৃন্ময়ী রূপের সাক্ষী হবে শহরবাসী। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো ৬৬ পল্লীর প্রতিমা ভাবনার নেপথ্যে থাকবেন পার্বতী বাউল।
অনেকেই তাঁর এই সৃজনশীলতায় অবগত নন। দারুণ ছবি আঁকেন পার্বতী বাউল। দুর্গাপুজোর সৌজন্যে এবার পার্বতী বাউলের সেই দিকটাই ফুটে উঠবে। প্রথমে এই দায়িত্ব নিতে রাজি হননি পার্বতী। কিন্তু স্বপ্নে দেখেন তাঁর হাতে রূপ নিচ্ছেন মা দুর্গা। তাঁর আঁকা দুর্গার আদলেই শিল্পী দেবায়ন প্রামাণিক প্রতিমা তৈরি করবেন। যা বাংলার দুর্গাপুজোর ইতিহাসে অনন্য়। লোকশিল্পীর ভাবনায় মায়ের কোন রূপ ফুটে উঠবে, তা দেখতে আগ্রহী থাকবেন পুজোপ্রেমীরা।
রবিবার ৬৬ পল্লীর পুজোর খুঁটিপুজো হয়। এবার অনন্য থিম ভাবনায় সাজানো হবে মন্ডপ। দশভূজা মানে শুধু মাতৃ আরাধনা নয়, প্রত্যেক নারীর মধ্যেই রয়েছে দশভূজা। তাই এবারের থিম 'দশভূজা- ঘরে ঘরে দুর্গা'। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে পুজোর থিম সং গাইবেন মোনালি ঠাকুর।