'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত কোনও নীতিকে সমর্থন করে না দল। এ প্রসঙ্গে যে সমস্ত পোস্ট নেটমাধ্যমে করা হয়েছে, তাতে সমর্থন নেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে একথা জানিয়ে দেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এর পাশাপাশি, 'এক ব্যক্তি এক পদ' সংক্রান্ত পোস্ট দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথাও জানিয়েছেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
দলে 'এক ব্যক্তি এক পদ' নিয়ে প্রকাশ্যে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) সমর্থন করে নেটমাধ্যমে পোস্ট করেন তৃণমূলের(TMC) নতুন প্রজন্মের নেতারা। সেই তালিকায় ছিলেন দেবাংশু ভট্টাচার্য(Debangshu Bhattacharya) থেকে অভিষেকের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। এমনকি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের(Chandrima Bhattacharya) অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেও দেখা যায় সেই একই ছবি। যদিও চন্দ্রিমার দাবি, এই হ্যান্ডেল আইপ্যাক চালায়। তাঁর অনুমতি ছাড়াই এটা পোস্ট করা হয়েছে বলেও দলকে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- Abhishek Banerjee: পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর প্রতি 'অভিমানে' পদ ছাড়বেন অভিষেক? তুঙ্গে জল্পনা
ভোটকুশলী প্রশান্ত কিশোরের(Prasant Kishore) সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূলের(TMC) সম্পর্কে ফাটল দেখা দিয়েছে সম্প্রতি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, হয়তো খুব দ্রুতই আইপ্যাক এবং তৃণমূল সম্পর্ক ছিন্ন হবে। এই অবস্থায় তৃণমূলের(TMC) সাংগঠনিক দায়িত্বে থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee), এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কী 'এক ব্যক্তি এক পদ' নিয়ে ফিরহাদ হাকিমকে দিয়ে ঘোষণা করিয়ে পরোক্ষে অভিষেককেই বার্তা দিলেন মমতা? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে।