একদিনের মধ্যেই নিজের বক্তব্য থেকে সরলেন ফিরহাদ হাকিম। বাম আমলে নিয়োগ দুর্নীতিতে চিরকুটের 'ভূমিকা' কী। শনিবার উদয়ন গুহের বক্তব্যের বিরোধিতা করেন ফিরহাদ। সোমবার তাতেই সায় দিলেন কলকাতার মেয়র।
শনিবার ফিরহাদ হাকিম বলেন, উদয়ন গুহ কী বলছেন, জানা নেই। এই নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই। চিরকুটে কোনও দিন লোক ঢোকানো যায় না। একটা আবেদনপত্র লাগে। সোমবার কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে যান কলকাতার মেয়র। বিমানবন্দরে ফিরহাদের দাবি, "নিয়ম বহির্ভূত ভাবে চাকরি হয়েছে। বাম নেতাদের পরিবারের লোকেরা কী ভাবে চাকরি পেলেন। চিরকুট বা লিস্ট, যাই হোক, বাম আমলে নিয়ম বহির্ভূত চাকরি হয়েছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত।"
শনিবারও উদয়ন গুহ ফেসবুকে পোস্ট করে বাম নেতা সুজন চক্রবর্তীকে চ্যালেঞ্জ করেছেন। বেশ কয়েকটি নাম প্রকাশ্যে এনেছেন তিনি। দুর্নীতির অভিযোগে, নিজের বাবাকেও কাঠগড়ায় তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কিন্তু চিরকুটে চাকরি তত্ত্ব মানতে চাননি ফিরহাদ। মতপার্থক্য নিয়েই দলের অন্দরে জল্পনা শুরু হয়েছিল।