সবই রাজনীতি। তাঁর দফতর-সহ রাজ্যের একাধিক পুরসভায় সিবিআই হানা প্রসঙ্গে মুখ খুলে এই অভিযোগই করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সকালে সল্টলেকে রাজ্য পুর দফতর থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মূলত গ্রেফতার প্রমোটার অয়ন শীলের তথ্যের ভিত্তিতেই এদিন সিবিআইয়ের এই অভিযান বলেই দাবি সূত্রের। মূলত কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনার পুরসভাগুলিতেই এদিন হানা দেয় সিবিআই।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত অয়ন শীলকে। হুগলির এই বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল প্রাথমিকে নিয়োগের ওএমআর-সহ আরও অনেক গুরুত্ব পূর্ণ নথি। তাঁকে দীর্ঘ জেরা করেই বারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পুরসভায় অনিয়মের তথ্য হাতে পান সিবিআই আধিকারিকরা। সেই সূত্রেই এদিন, পানিহাটি, দমদম-সহ বেশ কয়েকটি পুরসভায় হানা দেয় সিবিআই।
এমনকি এদিন অয়নের বাড়িতেও ফের হানা দেওয়া হয়েছে। কারণ, এই হুগলির বাড়ি অনেক দিন ধরেই নজরে রয়েছে তদন্তকারী অফিসারদের। সল্টলেক থেকে গ্রেফতার অয়নের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার যোগ রয়েছে বলেও অভিযোগ আছে।