বুধবার সন্ধ্যায় শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কালীঘাট মেট্রো স্টেশন লাগোয়া এক হোটেলে আগুন লাগে বলে খবর। খবর পেতেই এলাকায় যায় দমকলের ৫টি ইঞ্জিন। বর্তমানে তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা। তবে কী থেকে এই আগুন, তা স্পষ্ট নয়।
হোটেল সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন তলায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন নিয়ন্ত্রণে এলেই তাঁরা তদন্তে নামবেন বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।
আরও পড়ুন- Medical Student Deadbody : জোকা ইএসআই হাসপাতালের হোস্টেল থেকে উদ্ধার মেডিক্যাল ছাত্রীর ঝুলন্ত দেহ
বুধবার দিনভর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘিরে ব্যস্ত ছিল শহর কলকাতা। সন্ধ্যায় বাড়ি ফেরার মুখে এই ঘটনায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ঘটনার জেরে যানজট তৈরি হয় এলাকায়।