ভোররাতে ভয়াবহ আগুন লেগে গেল বেহালার বাজারে (Fire at Behala market)।রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ বেহালা চৌরাস্তার পাশের একটি বাজারে আচমকা আগুন (Fire at Behala market) লেগে যায়। মুহূর্তেই সেই আগুন (Fire at Behala market) ছড়িয়ে পড়ে বাজারের ভিতরে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
আরও পড়ুন: রং খেলা নিয়ে বিবাদেই 'খুন' মাধ্যমিক পরীক্ষার্থী, ইঙ্গিত প্রাথমিক তদন্তে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ আচমকা আগুন (Fire at Behala market) লেগে যায় বেহালার বীরেন রায় রোড পূর্ব রাস্তার পাশের বাজারে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নেয়। ২৪টিরও বেশি গুমটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন (Fire at Behala market) নিয়ন্ত্রণে আনে।
ভোর প্রায় চারটে নাগাদ আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই দমকলে খবর দেওয়া হলে দুটি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।