মঙ্গলবার দুপুরে আগুন(Fire) লাগে দক্ষিণ কলকাতার(Kolkata) লর্ডস মোড়ে। জানা গেছে, কানাড়া ব্যাঙ্ক(Kanara Bank) এবং নব নালন্দা স্কুলের(Nava Nalanda School) পাশে একটি পাঁচতলা বিল্ডিংয়ের পাঁচতলায় আগুন লাগে।
স্থানীয় সূত্রে খবর, ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটি আইসক্রিমের দোকান(Ice cream Parlour) রয়েছে। ওপরের চারটি তলার বিভিন্ন ফ্ল্যাটে থাকেন বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ওই বাড়ির একদম ওপরের তলায় আগুন(Fire) লাগে। আগুন(Fire) দেখতে পেয়ে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটে ইঞ্জিন। এলাকায় আসে গলফগ্রীন থানার পুলিশও(Golf Green Police Station)। দ্রুত ওই বাড়ির বাসিন্দাদের নামিয়ে এনে বাড়িটি খালি করে দেওয়া হয়। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন- Country Spirit: দিশি মদের নাম হল 'দেশীয় আত্মা'! ভয়াবহ অনুবাদে আত্মারাম খাঁচাছাড়া
তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গলফগ্রীন থানার পুলিশ(Golf Green Police Station)।